Bengali Language MCQ Questions Answers Model Practice Set Sample PDF Download
Candidates who want to prepare for Bengali Language MCQ Questions Answers can take preparation on our website.We have answered all the short questions related to SSC Bangla mcq Question and Answer here.
All the candidates have studied Bangla subjects. They can download Bangla Sahitya pdf from here and study. We provide Bangla Question Answer & Bangla Quiz for various competitive exams here
1) ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ?
ক. রোম
খ. গ্রিস
গ. ভারত
ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ
2) পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে ?
ক. ২৫ কোটি
খ. ৩০ কোটি
গ. ৩৫ কোটি
ঘ. ৪০ কোটি
উত্তরঃ ক
3) বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?
ক. ১৭৩৪ সালে
খ. ১৭৪২ সালে
গ. ১৭৪৩ সালে
ঘ. ১৭৫০ সালে
উত্তরঃ গ
4) ‘দুনিয়া‘ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. ফারসি
খ. ফরাসি
গ. আরবি
ঘ. গুজরাটি
উত্তরঃ গ
4) ‘De Lingua Latina’ গ্রন্থের রচয়িতা –
ক. থ্রাকস
খ. প্লেটো
গ. ভাররো
ঘ. প্রিস্কিয়ান
উত্তরঃ গ
5) কি কারণে বাংলা ভাষায় এক প্রকার নতুন ধরনের মিশ্র শব্দের ব্যবহার দেখা যায় ?
ক. প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে
খ. প্রায় সমার্থক দুটো পদের মিলনে
গ. প্রায় সমার্থক দুটো ধ্বনির মিলনে
ঘ. প্রায় সমার্থক দুটো বর্ণের মিলনে
উত্তরঃ ক
6) তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
ক.চলিত ভাষারীতিতে
খ. আঞ্চলিক ভাষারীতিতে
গ. সাধু ভাষারীতিতে
ঘ. মিশ্র ভাষারীতিতে
উত্তরঃ গ
7) বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. কথ্য রীতি
ঘ. লেখ্য রীতি
উত্তরঃ খ
8) বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?
ক. ১৭৩৪ সালে
খ. ১৭৪২ সালে
গ. ১৭৪৩ সালে
ঘ. ১৭৫০ সালে
উত্তরঃ গ
9) প্রশ্নঃ নিচের কোনটি দ্বিগু সমাস?
ক. আপাদমস্তক
খ. রুই কাতলা
গ. একরোখা
ঘ. সেতার
উত্তরঃ ঘ
10) পতঞ্জলি ছিলেন একজন — ব্যাকরণবিদ ?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. গ্রিস
ঘ. লাতিন
উত্তরঃ ক