21) ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ?
ক. রোম
খ. গ্রিস
গ. ভারত
ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ
22) চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ?
ক. মৈথিলী
খ. উড়িষ্যা
গ. ঢাকা
ঘ. কোলকাতা
উত্তরঃ ঘ
24) ‘প্রাকৃত‘ এর অর্থ কি ?
ক. মূল
খ. স্বাভাবিক
গ. পুরাতন
ঘ. নতুন
উত্তরঃ খ
25) জঙ্গম‘ –এর বিপরিতার্থক শব্দ?
ক. সৈকত
খ. অরণ্য
গ. স্থাবর
ঘ. সাগর
উত্তরঃ গ
26) ‘সংশয়‘ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) প্রত্যয়
খ) . বিস্ময়
গ) নিঃসয়
ঘ) নির্ভয়
উত্তর : ক
28) ‘হরতাল‘ শব্দ কোন ভাষা থেকে এসেছে ?
ক. পাঞ্জাবি
খ. জাপানি
গ. চীনা
ঘ. গুজরাটি
উত্তরঃ ঘ
30) বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
ক. মান্দারিন
খ. ফ্রেঞ্চ
গ. ইংরেজি
ঘ. হিন্দি
উত্তরঃ ক
31) বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ?
ক. মধ্যযুগ
খ. প্রাচীন যুগ
গ. আধুনিক যুগ
ঘ. অন্ধকার যুগ
উত্তরঃ গ
32) কর্তৃবাচ্যে কর্তা সবসময় কোন বিভক্তির হয়?
ক. দ্বিতীয়া
খ. ষষ্ঠী
গ. সপ্তমী
ঘ. প্রথমা বা শূণ্য
উত্তরঃ ঘ
33) ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে –
ক. বিশেষভাবে বিশ্লেষণযোগ্য
খ. বিশেষভাবে গ্রহণযোগ্য
গ. বিশেষভাবে বিশ্লেষণ
ঘ. বিশেষভাবে পঠনযোগ্য
উত্তরঃ গ
34) মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ?
ক. চিত্র
খ. লেখা
গ. ভাষা
ঘ. ইঙ্গিত
উত্তরঃ গ
34) ‘ নদী‘ এর সমার্থক শব্দ হচ্ছে –
ক. পর্বত
খ. তটিনী
গ. মেদিনী
ঘ. বসন্ত
উত্তরঃ খ
35) ‘কাষ্ঠ‘ এর প্রাকৃত রূপ কোনটি ?
ক. কষ্ঠো
খ. কাঠ
গ. কট্ ঠ
ঘ. কাঠ্ থ
উত্তরঃ গ
বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এমসিকিউ কোশ্চেন পেপার ডাউনলোড করতে হলে তোমাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এছাড়া অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র আমরা এখানে প্রদান করে থাকি.